একদিন আমার বুকের বাঁ দিকটায়
প্রগাড় শূন্যতা অনুভব করি।
মাত্র ৩০০ গ্রাম হৃদপিণ্ডের
পুনঃপুনিক অজস্র হৃদয়ক্ষরণের শূন্যতা,
ভালবাসবার অধিকারে, গভীর শূন্যতা।
হয়তো, ভালবাসা পাবার নিবিড় শূন্যতা।


এখনও আমি পথে-প্রান্তরে, তরুলতায়
     রাতের নিবিড়ে অন্তরিক্ষে
        ভালবাসা খুঁজে বেড়াই।
সারাদিনের শ্রান্ততা শেষে, আপনালয়ে ফিরে এসে
     রাতের তারাদের গুনি।
   পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে
      রাত ভোর করে দেই।


এটা কি নাড়ী নাকি নারীর ভালবাসার টান
     তা আমার জানা নেই।
ভালবাসা পাবার কোনো ব্যাকুলটাও নেই।
শুধু আকুলতা কাউকে একটু ভালবাসবার।
ইচ্ছেমত অফুরন্ত ভালবাসবার অধিকার।


হে নারী,
আমি তো বেশি কিছু চাই নি।
চেয়েছি শুধু কিছু কবিতা আর অণুকাব্য।
চেয়েছি যেমন ইচ্ছে ভালবেসে সাহিত্য রচনার প্রেরণা।
তোমার কাছে তো ভালবাসা চাই নি।
চেয়েছি শুধু ভালবাসবার অধিকার!