আঁধার সমুদ্র বেয়ে কে যায়
তার নায়
দুকূল বিহারী পথ বেয়ে জলের ছলছলাৎ,
মনে পড়ে এক বহুয়ার হাত,
কোমল তরল স্পর্শে লীন/
কোমল মুখে চিকচিকে বিন্দু /


কতকাল চেয়েছিলো সে এই একটি মুখ
পায়নি সে, আপনার হৃদয় ভার
পারেনি অর্পণ করতে
একটি হৃদয়ের তরে/


বহুদিন ধরে বাস করে
এক মৃত ঘরে প্রাণ তার আই ঢাই.
চাইই চাই একটি  মুখ
অপল চপল হাসিতে কোমল, মুখরিত/


পথ খুঁজে পথ খুঁজে
নদীর স্রোতে
হৃদয়ের অতল তলে
ভরে তোলে সে নরম কোমল ঘাসে/
অন্তরের শক্তি করে ক্ষয়
গড়াতে চায় সে আপনার একটি বাস/


অন্তরের  নির্মলতার মাঝে  বাস করে  
সে একটি চপল মুখ সাথে করে,
শুধু আপনার কল্পনায় যার বাস/