ভালোবাসা


বহু দিন ধরে
বহু পথ ঘুরে
খুঁজিয়া বেড়াই স্বস্তি/


নাহি ফিরে মাগো
নাহি ভুলি সেতো
আমার ই অনাসৃষ্টি/


ভালো যারে বাসি
সে যে আরো দূরে
কেন সরে সরে যায়?


কেন বুঝি নাকো
আমার ই দুয়ার কেন তারা ছেড়ে যায়/


তারা বোঝে যে
কেবল ই আমার রয়েছে
শয্যাখানা
কামের আরসে ভাসিয়া ভাসিয়া
কেবল ই ভাসাই ভেলা/


মূর্খ তাহারা
বোঝেনা কিছুই
এই দেহ এই মন
অদেখা সুতায় বাঁধা যে
রয়েছে প্রতিপলে অনুক্ষণ/


জানিস কি তুই কি বলে তাহারা?
কি ই বা চায়
এক মানুষের কাছে?
কত ই বা আশা
খেলা করে যায়
মন আর সুখ মাঝে?


যেদিন ধরণী
দ্বিধা হবে বলে
বুঝিয়া যাইবে তুমি,
রমণীর মন যেন অবিরল
সরল সরস ভূমি/
যত ঢাল জল ভালোবাসিবারে
ততই ধরিবে সে তা
মধুর সে রস ফিরাইয়া
দিবে তোমার ই অনাদ্রতা/
সেদিন বুঝিবে ওহে ও ক্যাবলা
ভালোবাসা করে কয়/
শুধু মন দিয়ে এক হৃদি ভর
ভালোবাসা পাওয়া যায়/