ডেকো না আমায় তুমি আর ডেকো না


চেয়ে থেকো না


কি কথা বলিতে চাহি


কি কথা রহিয়া সহি


আর ভেবো  না


চেয়ে থেকো না/



মনের মাঝারে এক কবরে বাসা বাঁধি


সজল আঁখির জলে


ভরিয়া তবু চাহি  


বিপুল বেদন ভার


লয়ে তব বক্ষের পর,


দাও মোরে, মোরে দাও


আরো এক সবল নূতন সে ভোর /



আপন হৃদয় মাঝে


শুন্য তিমির বাজে


বহে যায় হাহাকারে


বিপুল রোদন /



সেই শূন্য হিয়া তলে


অতল করুণ  জলে


ধরে রাখি হৃদি মাঝে


সুপ্ত আকিঞ্চন /