আভাসে কহিল কোকিলা মোরে 
যাস না আর যাস না সোনার ধানে/
সেথায় নতুন ধানের ইশারা, যাবো মোর সকলে এককালে।
শুনেছি সেথায় শালিক , ডাহুক, কলকাকলি মুখর বেলা।
শুনিয়া শুনিয়া কাটিয়া যাইবে বেলা।


আভাসে কহিল বেঙ্গমা মরে
যাইতে চাহ কি পুতুলের চরে ?
সেথা বহুদূর শ্রান্ত হইবে বেলা।
চলো বেলাবেলি একসাথে করিব 
একসুর বাতাসীর পথে/


আভাসে কহিল ঘটিকা বহিবার কালে,
মুখরা মাসী/ বলে যেও যেও না দূরে,
বসি আপনমনে বনছায়ে দুইজনে মিলি  
খেলিব আনমনে/


কত আভাসের কথা, কত সুখ, কত ব্যথা 
ফেলি পথপাশে অবহেলে,
চলি একমনে যেইখানে 
সোনা রং ধানে, এক হলো রংধনু/
যেইখানে  রক্তরাগে মিশে যাবে মোর পদরেখা/