কালকিনি নদী:


নদীর প্রবাহয় বেড়ে উঠি আমি,
খেয়াল খুশি মতো, নিজের করে.
বাতাসের আচ্ছন্নতায় প্রজ্জ্বলিত হই  আমি,
তার শ্বাসে, আশ্বাসে নিঃশ্বাসে
আর ভালোবাসি আকাশ,
দিগন্ত জুড়ে তার রঙের খেলা.
মহুর্মুহু কালের স্রোতে,
ভেসে যাই আমরা সবাই।
কালের সন্তান এক এক.
শত পদভারে ভারী, শত স্রোতের বুকে জেগে থাকি
এক অনন্ত আত্মা,/
হৃদয়ের উত্তাপে, বাষ্পে
ফুলে ফেপে প্রতি পানের স্পন্দনে
ভেসে থাকি প্রাণান্ত খেয়ালে।