অধরা  ওই চোখের তারায় :


দুটি চোখে ওই লাল বেদনায়


দেখিছে সে নীলে  তার দোটানারে ।


ক্লান্ত পল্লবের ফোঁটায় ফোঁটায়


ঝরে যায় অহর্নিশ


এক অব্যক্ত রঙের প্রকাশ/


আমাকে নিবে তুমি কি ?


চাও যদি করতে পারি অসীম করুণ আকাশ,


নিজেদের বাগান করে/


তুমি আমি ভোরে, শুধু ভোরে, সুরভিত করবো তারে/


বলো যদি, কুহু কোয়েলিয়ার সুরে


রাঙিয়ে দিবো সারা বেলা।


আর তাও  যদি না চাও,


ছুঁয়ে দিবো জাদুকার দণ্ড


প্রলয় বিষাণ এক করে


একাকার হবে তোমার রাজপথ/


তারপর? তারপর ও যদি না চাও,


রয়ে যাব ওই পদ্ম পুকুর পাড়ে ,


শত শত এই নীল স্ফোটনের মাঝে


তোমার আমার পুণ্য মিলন ব্রতে/