অধরা


অলস বিকেলে বসি আনমনে
সহসা বিকাই মনের হাজার লুকোচুরি।
গোধূলী বেলায় সাজ ভুলি
তুলে আনি বালুকার রংধুনু খেলা।
আশায় আশায় কেটে যায় বেলা
শুধু এক অরণ্যের পথ চেয়ে।


স্রোতে ছোটা নদী তার অপরূপ রূপ/
কান্না হাসির এক দুরন্ত প্রতিচ্ছবি যেন.
কভু চাওয়া কভু পাওয়ার এক অনন্ত খেলা।
চেয়ে যাই, ভেসে যাই কি এক টানে,
বহু বালুকার কণায় মিশে যাই
দিনান্তের নীল নিলীমায়।


অরণ্যের ডাক শুনি, বহু বহু দূর তার সীমা,
অধরার পথ ধরে টেনে নিয়ে যায় যেন সে
তার আপন খেয়ালে
তার দুরন্ত কৈশোর যেন, মিশে গেছে,
এক হয়ে, একাকার হয়ে গেছে  চৈতন্যে।
অধরার ডাকে তাই তো এতো সাড়া,
এতো পাওয়ার লুকোচুরি,
এতো সাধনার সাধ/