তুমি আসবে বলে
মোরা গুনিতেছি দিন,
কবে আসবে তুমি
তুমি এসে মোদের ভিজিয়ে দাও সারা শরীর
তুমি যদি না আস মোরা হব যে নিরুপায়।
তুমি না আসলে
গাছে  ফুটবেনা ফুল,
ফুটবে না কৃষকের মুখের হাসি
তুমি আসলে নদী ভরে যায়
খাল ভরে যায় দুকুল ছাপিয়ে যায়
ভরে মোর মন
অপেক্ষায় থাকি আমি কখন পাব
তোমার আলিঙ্গন।