টাকা পয়সা হইলে মানুষের
                এতখানি বদলায়।
টাকার দাপটে ঠিক ভুলের
                জ্ঞান হারায়।
বাহির পানে কইরে
               আমি প্রেমে ভিক্ষারী।
বদ্ধ ঘরে আমিই বেশ
                আমার টাকা বস্তা ভরী।
হত যদি টাকা সর্বমুখের মুল,
করত না কেউ আবেগে বশীভূত হয়ে ভুল।
মনের সুখে বনবাস,
আর মনের দুঃখে সর্বনাশ।
নানান টাকার নানান ভাবে
      করছো নানান বসতি।
ভাবছো ভালবাসার বৃথা পতিশ্রুতি।
হাতে কলমে শেখালে
           তুমি ভালবাসার চ্যম্পটার।
তাহলে করছো কেন আমাকে পোষ্টার?
তোমার টাকার জগতে
            আমি বড়ই বেমানানন।
তাইতো করলে আমাকে অপমান।
টাকা তো আজ আছে কাল নেই,
যুগ যুগান্তর  ভালবাসার অন্ত নেই।