যেই আঁধারের  দুয়ার খুলে..
                     পশলো যখন আলো,
    অনন্তের  ওই কৃতজ্ঞতা  বক্ষে জমকালো।

কচি ঘাসে ডুব দিয়ে আজ..
                      লুকোই  বিষাদ মুখ,
     টাপুরটুপুর  ছন্দবিধুর খুঁজতে থাকা সুখ।

গন্ধ-টানা  নিনাদ ঝড়ে..
                 ধুলোর ধূমে  তন্দ্রাহীন,
    মগ্নধ্যানে আর্তিকাতর কষ্টেসুখী রাত্রিদিন।

নিত্য বাজে বুকের ভিতর..
                 মায়ার নূপুর  ছন্দেতে,
    সঙ্গতিহীন গগনতলে  অহংকারী দ্বন্দ্বেতে।

স্পর্শকাতর পাতলা নীরদ..
                  ছুঁতে গিয়ে  যায় সরে,
  অর্ধমৃত মানুষ যে জন পায়না তাকে সত্বরে।

ঈর্ষা চোখে  দেয়াল তুলে..
                 বন্ধ জীবন  অনাশ্রয়ে,
   মিথ্যে মায়া লিপ্সামদে বদ্ধ থাকা অসময়ে।