ডুবন্ত নৌকায়
জীবনের অন্তিম প্রয়াস
বেঁচে থাকার লড়াইয়ে
সর্বনাশী শান্তির ঝলকে
রেখাচিত্র মোড় নেয় নরকের দিকে...
স্বর্ণমন্দিরে রূপকের রূপ
রক্তবর্ণ চোখে
জল গড়িয়ে পড়া
বন্যার প্রপাতে
মরিয়া হয়ে উঠি
একেলাই
কঠোরতার সহিষ্ণুে..!