আজ , কে
      সাক্ষী দেবে..?
           দরজায়
আড়াল করে
     দাঁড়িয়ে আছে পাপ,
সংযোজিত
       অন্যায় আজ
           শকুনের চোখে ।।

অন্ধ রাত্রিতে
        মৃত্যুর শিকারে
ডানা ঝাপটায়
         মর্গের দরজায়
আত্মায়...
         ভর দিয়ে
খুঁটে খুঁটে খায়
        সাক্ষরতার পাপ ।।