নিঃশব্দে ভেঙে চূরে
এখন আমি
নিদ্রিত অভিলাষে
জেগে উঠি না
হট্টগোলে, আমর্শ
হওয়ার নিঃশ্বাসে।
জন্ম এমনই
ঘাসের মতন,
পদে দলে যায় প্রাণ
অহংকার রেখে যায়
স্বাভাবিকতা,
সক্রিয় অন্তর্ধান।
চিরকাল অবাধ্য প্রায়,
আমারই মতো
অনন্ত রাতে
উজ্জীবিত কোন
জীবন্ত তরুর,
জন্মের পক্ষপাতে...
নিঃশব্দ সাধনার
অনুনয় কথা,
নৈকট্য বাদানুবাদে
হেরে যায় জটিলতায়,
চন্দ্রমার
আকীর্ণ নিখাদে।