মন্দ যা কিছু পরিণত জীবনের সঞ্চয়, খুঁটে খুঁটে খায়
বিস্মৃতি রক্ষার স্রোতে হাতে চাপা করতলে রক্ত পুঞ্জ।
পশ্চিমে ফিরে দেখি সহস্র রাশির সেই পাপবোধে ক্ষয়
নন্দিত গোধূলির আলোমাখা বৈশাখে ঘূর্ণির সন্ধ্যায়।
হাহাকার জোনাকির জ্বলে ওঠা মননে উল্লাসে বিপ্লব
বিহঙ্গ মর্কটে দুষ্কর অসীমের ধাঁধাশীল বিশ্ব..নিশির
শাপান্ত সাধনার অবিরাম দায়ভারে যন্ত্রণা দেয় মুক্তি
সহস্র সংঘাতে আধপোড়া শরীরে ঝরে যায় পল্লব।
বিলোপ আলোর মুখে নিহত দেহের ছায়া পুরাকালে
অস্ত্র মুঠোয় মানুষ উন্মাদে খুন চায় চূড়ান্ত শিকারের
যুগান্ত অভিলাষে শিকারীর বাসনায় ক্ষুধার্ত কণিকা
পূজারীর পদ্ম পাতায় বসে সমস্ত চুষে খায় বেতালে।