তবু  ফিরিয়ে নিলে মুখ, যে নিখিলে  উন্মুখ শান্তি
অনায়সে ঠাঁই পেত  তোমার বুকে, উৎসুকে আজ
মৃতপ্রায় আমার নক্ষত্রেরা  ঝরে গেল একে একে
বিক্ষোভ  অসুখে, দুখে দুখে  হাতড়ে বেড়ায় ভূমি।

কবে প্রাক্তন  আনমনে, মহাকাশে  নিরূপণে চায়
কিছুই  দেখোনি  যখন তুমি, না দেখাই  শ্রেয়তর
না বুঝে  ঘোরতর...!  স্বপ্নের স্রোতে  ভেসে যেতে
কেবা চায়..?  প্রস্তুত হয়েছিলে  অনাবিল  নিশায়।

সে ভুলত্রুটি যার কিছু, পদতলে  মাথাপিছু পায়
আপন করে  সত্যের ছলে, ভেসে যাওয়া বন্যায়
দুর্গতি  মুক্তির দিনে, দেখেছি শুধুই  নিইনি চিনে
অগোচরে  ঢাকা ছিল অমাবস্যায়, কে কোথায়..?

দোলাচলে কোলাহল আজ আর নেই, নিমেষেই
যেন আজ, খেলে উঠেছিল কাজ, যে প্রেমিকের
মরণের ছাই পোড়ে, দূর থেকে বহুদূরে অছিলায়
ঠাঁই চেয়ে তোমার বুকে, উৎসুকে আজ অসহায়।
কে কোথায়..?