দীনতা মোর অনেক খানি, ক্ষমা করে দিও ।
কবি হবার সখের তরে, আপন করে নিও।
তোমরা সবাই কবির-আসন কর অলঙ্কার,
এটাই আমার মনের কথা, এটাই অহংকার।
যত দূরে থাকি অমি, লহ নমস্কার,
রইনু বসে মালা নিয়ে কণ্ঠে পরাবার ,
বিশ্ব যে দিন বলবে তোমায় লহ প্রণাম লহ,
বলবো, ‘কবি জয়ি হলে, এবার আপন কথা কহ’।
আজ ও আমি যা পারিনি মায়ের ভাষার তরে,
এই গুরু ভার লহ তুমি কবির দরবারে ।
দাও হে প্রভু নত করে ,কবির চরণ তলে ,
প্রণাম করি, আমর রহ ,না যাই যেন ভুলে।


লেখক-নিশিকান্ত দাস
তাং-০৮.০৮,২০১৭
বি.দ্র.:-আমার পাতায় নিত্য এসে, আমার কবিতার উপর মন্তব্য করে,  শ্রদ্ধেয় কবি খসা হক, মনোজ ভৌমিক(দুর্নিবার কবি),সংহিতা,----------- আরো আনেকে, আমাকে যে ভাবে নানা দিক থেকে উৎসাহ যুগিয়েছেন তা ভোলার নয় । তাদের উদ্দেশে লেখা  আমার এই কবিতা।