যখন আমি বুড়ো হবো, অনেক খানিই বুড়ো,
সেদিন তুমি থেকো আমার পাশে, হয়ে অনেক দড়ো।
ধরোনা খোকা মনে ; যদি কাঁচের বাটি ভেঙে ফেলি ;
      উলটে ফেলি  মাংস বাটি ; খাবার টেবিল পরে ;
দৃষ্টি ক্ষীনের তরে ; তখন তুমি করো নাকো রাগ,
       করোনা কঠোর বকা বকি, বৌমাকে দাঁড় করে।
আমার কানটি হলে খাটো ; বধির বলে ডেকো নাকো মোরে;
     করুণা করে বলো আবার ; না হয় বলো কাগজ পরে লিখি ।
জাজিম খানি ঘামের গন্ধে, যদি নোংরা করে ফেলি;
      গন্ধ যদি ছাড়ে ;  ‘ক্ষমা করে দিয়ো’-এখনি দিলাম লিখি।
না বলা মোর কথা  গুলি,যখন বলবো বারে বারে ;
      বকোর-বকোর করবো যখন ; ভাঙা ‘রেকর্ড-প্লেয়ার’ মত ।
হাঁটুর ব্যথায় কাতর হলে ; তুমি আমায় দাঁড় করিয়ো,
     যেমন তুমি হাঁটতে আমায় ধরে ; ছোট বেলায় কত।
থাকবে আমার অনেক সময় ; ফুরাবে না মোর দিন গুলি;
     তুমি আমায় যেয়ো নাকো ফেলি ;  খালি মাদুরপরে তুলি ;
জলসা তুমি অনেক পাবে ; যখন আমি থাকবো না আর
    এই ধরণী তলে;সেদিন জলসা ঘরে যেয়ো ; নাহয় মোরে ভুলি!



লেখক-নিশিকান্ত দাস
তাং-০৩.০৬.২০১৭