আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শব্দ নেই ,
কিছু গোপন সংগৃহীত তথ্য,
বেকারত্বের শতকরা হিসেব,
সীমান্ত পেরিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে,
নিজের মত শুয়ে আছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ।
এখন আমার তোমার কথায় অন্যের চোখ,
আর রেশনের চাল চিনি, কাদা ছোড়াছুড়ি,
শোষিত তন্ত্রের বুকে গভীর ক্ষত রেখে,
কোথায় বুদ্ধিজীবীর প্রগতিবাদী লেখনী,
কোথায় চিত্রকরের তুলির রক্ত আঁচড়ের গুয়েরনিকা,
কোথায় নীলদর্পণ, আকাশে বিক্ষুব্ধ মুষ্টিবদ্ধ হাত,
কিচ্ছু নেই, শুধু ভোটের পর ভোট, লাশের গন্ধ ,
মেনে নেওয়ার নতুন অভ্যেস, বিবর্তনের ফল,
এই সভ্য মানুষ, এই সভ্যতা বিবর্তিত হয়ে এসেছে,
যেখান থেকে ইতিহাস লেখা শুরু হয় ।।