বর্নের বিদ্বেষে আজ অস্থির, নীল পৃথিবী ,
আর কোটি কোটি কালো মানুষের চামড়ার ঘটনা ।
ঘুমহীন চোখে লাস্ট সিনের মতন ভাসে,
তীব্র আবেগে গভীর ক্ষোভের আবেশে,
কৃষ্ণকায় মেয়েগুলোর ফর্সা হবার যন্ত্রনা ।।


জানতাম প্রতিবাদ একদিন মিছিল হবে ।
তবুও গ্রাম থেকে শহরে,চামড়ার অন্ধকারে,
একদল নারী মুখে হাত চাপা দেয় ।
ফর্সা হবার ক্রিম মুখে মেখে,
নগর সাম্রাজ্য জোকার সেজে হেঁটে বেড়ায় ।


খুব প্রোয়জন নাকি আবেগে ।
হয়তো দরকার নেই ।
আমি কালো, এটাই আমার রং,
খুব ভালো আছি এই কালো রং নিয়ে ।
আমায় দেওয়া ভগবানের কালোবর্ন পেয়ে ।