এখানে চুম্বনের শৈত্য অভিমান কমে এলে,
নগ্ন গায়ে ওঠে রংবেরঙের সোয়েটার ।


যদিও এই ভোরের ঘাসে চাপিয়ে দেওয়া,
গভীর নরম সূর্যালোক,
আকাশে বেঁচে থাকা কয়েকটি বিক্ষিপ্ত চিল,
ক্রমশ মেরে ফেলা দারুচিনি দ্বীপ,
আর রাস্তায় বিস্ফোরিত গলায় হওয়া প্রতিবাদ,
সমস্তটা সাদা বাস্পে ডুবে আছে ।


কুয়াশার আবেশ শরীরে নেবার পর ঘুম ভাঙালে,
দেখি আবৃত কোটি কোটি লাশ,
খাদ্যের তীব্র অনুসন্ধান করে শহরের পথে ।


ভেজা মাটিতে পদচিহ্ন রেখে বনলতা সেন কবে,
পান্ডুলিপির করা আয়োজন ছেড়ে,
কর্পোরেট দুনিয়ায় সারা ফেলেছে,
তা জানার সময় নেই, ব্যস্ত পৃথিবীর ।