অন্ধকার ।
তোমার ওষ্ঠ্যে রেখেছি দৃঢ় চুম্বন,
পম্পেইয়ের কোনো ফ্রেস্কোতে অথবা খননকৃত মিশরীয় কোনো প্যাপিরাসে,
যদিও থাকবেনা এমন মুহুর্তের আদ্ররং,
তবু আমরা ছুঁয়ে থাকতে পারি আরো একটা
বরফযুগের প্রত্যাশায় ।
তোমার সোনার লকেটের নীচে,
যেখানে স্টেরনামে রেখেছি রোয়ানো আদর,
উপ্ত কথার ভীড়ে নিষিদ্ধ কোনো শব্দ
যদি জেগে ওঠে আমার ভিতরে,
তা আকন্ঠ পান করো যতক্ষণ না রোদ জমে
ডুবুরির বেশে ।