এখন আকাশে অযাচিত মেঘ,
ভীষনরকম একটা রোদের নেশায় কুঁকড়ে থাকা শরীর,
সহবাসের উষ্ণতা  বিবর্ণ আকাশের মত, 
একটু রোদ দাও, ভেজা রোদ ।


সেই রোদ গায়ে আসলে আত্মা আর দেহের ফারাক
ফুটে ওঠে যোনি ও লিঙ্গে,
অবাঞ্ছিত মেঘ ভেঙে ঝড়ে যায় বাস্পকণা,
গ্রহন লাগে নক্ষত্র নক্ষত্রে ।
শরীর সরিয়ে নিয়ে যায় বৈরাগ্য,
আমি আমি নয়, আমি এখন বিশ্বময়,
খাবার ও যৌনতার বাইরে নতুন এক পৃথিবী ।


কিন্তু এখন আবার সেই অযাচিত মেঘ ঢেকে দিচ্ছে
আকাশ, শরীরে শরীর লাগলেই সব শেষ,
আমি খোঁজার সবটুকু প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেলো,
রোদ দাও, একটানা তীব্র রোদ ।