অনেকদিন হলো শীতকালে এলোগায় ঘুরে দেখিনা,
আমার আশপাশের মুখ, ফেটে যাওয়া ঠোঁট,
বিষন্ন চোখ, বিপন্ন প্রতিশ্রুতির স্তূপ ।


আত্মহত্যা করবে বলে এখনো অপেক্ষায় বসে আছে,
একটি মেয়ে, দূরে একা, কুয়াশায় আবছায়া,
দেখা যায় খোলা পিঠ ।


প্রেমিকা আমার ক্রমশ অসুস্থ হয়ে পরে, নিস্তেজ, নিরুপায়,
ঠান্ডা উত্তরে হাওয়া বয়ে নিয়ে আসে,
যুদ্ধরত দেশে মানুষের খবর, লাশের গন্ধ ।


অনুভূতিগুলো পাগলের মত জেগে ওঠে,এলোমেলো শব্দে,
বৃষ্টি হয়নি বলে ভেজেনি পোষা মৃত পাখি,
হেডফোন আর কম্বল আঁকড়ে সৃষ্টির চেষ্টা, নতুন শীতস্বপ্নের ।