শিল্পের জন্য বেকারত্ব অনাহার সব সহ্য করতে পারি,
বিপ্লবের জন্য পথ প্রান্তর যেতে রাজি নিরন্তর,
নতুন স্রোতের বুকে তলিয়ে গেলেও,
নিজস্ব পৃথিবীর কাছে শত্রু হলেও,
দাঁতে দাঁত চেপে বলতে পারি, বিদ্রোহ হোক ।


কিন্তু রাত গভীর হয়ে আসলে,
বৃষ্টির ফোঁটা ছোঁয়ার চেষ্টা করে হৃদয়,
আরো কাছাকাছি চলে আসি আমরা,
নির্লজ্জের মত কামড়ে ধরি তোমার ঠোঁট,
গায়ের পুঞ্জীভূত আবেগ উন্মুক্ত হয়,
মনে হয় এই ভীষণ বিদ্রোহ থেকে ক্রমশ দূরে,
দলছুট হয়ে শুয়ে আছি আমরা ।


ভোর হয়ে আসে,
ব্যস্ত শহর শরীর শোষণে ব্যস্ত হয়ে ওঠে,
আবার বিদ্রোহের আগুন জ্বলে ওঠে,
আশঙ্কায় থাকি, যদি আজ আবার বৃষ্টি হয় ।।