তাকেই কি ভালোবাসা যায়,
যে ক্লান্ত শরীরের মত নুইয়ে পরে দেহের ওপর,
আমি জানতে পারছি আমি কে এবং কেনো,
সহস্রার চক্র জাগ্রত আর এই কলকাতার সন্ধ্যে,
আমি আবার পাগল হয়ে যাচ্ছি, স্পর্শ দাও,
এই মহাকাশ সমুদ্রে পাহার পর্বতে শুধু আমি,
মুখমণ্ডলে রামধনু মত ছায়াপথ, স্পর্শদাও,
যে স্পর্শ দিলে আকাঙ্খা নবজাতক হয়ে আসে,
এই শরীরে আটকে রাখে আমায় তোমায়,
শামসুর রহমানের কবিতা দাও, টারকোভস্কির
সিনেমা দাও, আমাকে চুম্বনের গন্ধ দাও,
তোমার কাছে সে সব কিছুই আছে,
যা দিয়ে সুস্থ মানুষের অভিনয় করা যায় ।।