শিব, যা নেই তাই,
নীল শরীর সীমাহীন শূন্যতা ।
আত্মা পৃথিবী জল আগুন প্রানবায়ু আকাশ
ওম না মাহ শি বা য় ,
সমস্ত মহা বিশ্বের চেতনা এক।
শিবে শরীরে প্রান ও গতি,
অরুপ , রুপ - অরুপ, স্বরুপ,
শাবাতে প্রানহীন শরীর
সৃষ্টির আগে, সৃষ্টির প্রক্রিয়া ও সৃষ্টি,
যা কখনো শুরু হয়নি শেষ হয়নি, তাই শিব ।।


মাথায় একখন্ড চাঁদ জ্ঞান ও মন,
গলায় জড়ানো সাপ পরিবর্তনশীলতা,
ডুমরু মহাবিশ্বের একবিন্দু থেকে সৃষ্টি ও এক বিন্দু মিশে যাওয়ার অবিরাম প্রক্রিয়া ।
নটরাজ শিব ভূমিতে একপা, শূন্য আর এক পা,
সে আমাদের দিকে শুধু আমাদের এগিয়ে যাওয়ার
দীর্ঘমেয়াদী অপেক্ষা ।


শিব মহাযোগী যার হাতে ত্রিশূল,
তিন শূলকে জয়লাভ করা পবিত্র মহাত্মা,
সৃষ্টির ধংসকারক শিব অচলেশ্বর, চরমতম স্তব্ধতা,
শিব সবাই আমরা সবাই পাঁচ উপাদান দ্বারা তৈরী,
শিবের অংশ আবার পরিপূর্ণ শিব ।।