কেঁদে ওঠে মাঝরাত্রের ফোন আলাপ
এখনো প্রেম নিবেদন করবে , গোলাপ ?
মরে গেলো পজেটিভ চিন্তারা, অস্থিরতায়
ঢেকে ফেলো ওষ্ঠ্য এবার, লোকজন ।


নগ্ন গা, খুঁজে চলি পথ প্রান্তর
প্রেমের শোয়া বসা ইতিহাস,
অন্ধকারে উন্মুক্ত বুক আবেগপ্রবণ,
চিত্রনাট্য অসম্পূর্ণ থেকে যায় ।


মানুষের মাথা ফোকাস ছাড়ায়,
সব গুলিয়ে উঠছে , এই ঘরবাস,
স্বপ্ন স্বাধীনতার ঘোষণা দেয়,
আমি ছুটে যাই, রবীন্দ্রনাথ তুমি কোথায় ?