এখনো ভালো আছি, স্থানীয় অক্সিজেন আক্রান্ত নয়,
স্বপ্ন মাকড়সার জালের মত হয়, কোমল দুর্ভেদ্য ।


ভাত ডাল প্রতিদিন দুপুরে, হয়তো কেউ দিচ্ছে,
তাও খুশি , এই যে বেঁচে আছি, খিচুড়ি ঠান্ডা হোক ।


জমানো কয়েক হাজার টাকা উনুনে পুড়লো,
বাড়ির ছাদে আকাশ ভাঙলো, নিরাপদ মাথায় ধর্মকর্ম ।


মে মাসের এই বিবর্ণ সন্ধ্যে, মানুষ হাসছে,
বাঁধন হারা উচ্ছাসে, মৃত্যু খুব কাছে, আর নয় ।