কাল সারারাত এখানে বৃষ্টি হয়েছে,
গভীর গহন বৃষ্টিপাত ।
যে কবি মৃত্যু পথযাত্রী,
খাবার শেষ সন্ধানটুকু না পেয়ে
ক্রমশ কবিতা লিখে লিখে শান্ত হয়েছে,
তার অসীম অভিযোজন মাটির গন্ধ মেখে,
কোনো এক উষ্ণদুপুরে বাষ্পীভূত হয়ে,
নেমে এসেছিল কাল, শ্রাবণের রূপে ।
শুধু কবি নয়,এই আকস্মিক অভিযোজনে আছে
একদল যুবক, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই ।
ওরা কাজ চায়, প্রেম চায়, সহবাসের সাহস চায়,
কিন্তু ওরা ভালোবাসতে ভুলে গেছে,
প্রেমিকার সংশয়ে।


বেকার সমস্যা নতুন নয়,
কিন্তু এতে গভীর পচন ধরেছে ।
সরকার পাল্টায়, বদলায় ভোটব্যাঙ্ক,
কিন্তু মানুষগুলো একি থাকে,
প্রতিবাদহীন একদল জীবন্ত লাশ,
যারা এত অত্যাচারের পরেও নীলকালি মেখে বলে,
আমরা স্বাধীন দেশের সুখি নাগরিক ।।