পারছি না বইতে আমি এত পাপের ভার
ক্ষমা চাই ওগো প্রভু আমি গুনাহগার।
আমার পাপ ভেদ করেছে আকাশ জমিন
জানি তুমি দয়ার সাগর  রব্বুল আলামিন।
পাপিষ্ট মন পাপ সাগরের পায়না খোঁজে কুল
তোমার দয়ার সাগর মাঝে এ পাপ তুচ্ছ ধুল।
যতন করে করছো তৈরি মায়াময় ইনসান
আজ শয়তানের ধোকায় হয়েছি নাফরমান।
মিথ্যে ভবের মোহ-মায়ায় ভুলেছি আখেরাত
আলেয়ার আলোর পিছুপিছু ছুটেছি দিনরাত।
পাপের বশে পূণ্যে ভুলে ভুলেছি ডান-বাম
ক্ষণিকের লোভ লালসায় ভুলেছি জাহান্নাম।
ক্ষমা করো ওগো প্রভু আমার লাগে বড় ভয়
ক্ষমা যদি নাহি করো তবে শয়তানের হবে জয়।
আজ করছি তওবা করছি পণ করবোনা'ক পাপ
প্রভু তুমি আপন দয়ায় করো আমায় মাফ।
জানা-অজানা ছোট-বড় শিরিকি-বেদাত সব
আমি শুধু তোমারই গোলাম তুমিই আমার রব।।