যদি জীবন নষ্ট মনে ভ্রষ্ট পথে চলতে থাকে
যদি সে আকড়ে ধরে ভুল ভ্রান্তি অন্যায়টাকে।
যদি মানুষ কষ্ট পায় লেনদেন আর কথা কাজে
যদি সে সুদ ঘুষ আর জুয়া চালায় এই সমাজে।
যদি সে অমান্য করে দেশ সমাজের রীতিনীতি
যদি সে সৃষ্টি করে ত্রাস সন্ত্রাসের ভয় ভীতি।
যদি সে ন্যায়ের পথে সত্য রথে চলতে বাধায়
যদি সে অহেতুক অন্যয়ভাবে অন্যকে কাঁদায়।
যদি তার নাম শুনলে আতঙ্ক ছড়ায় মানব মনে
যদি সে সাধুর বেশে ধ্বংস চালায় সংগোপনে।  
যদি সে মদ নারী আর পাপের স্বর্গ গড়ে তোলে
যদি সে মীর জাফর আর জগৎশেঠের পথে চলে।
যদি সে কুৎসা রটায় প্রাণের প্রিয় নবীর নামে
যদি সে জুলুম রাজত্ব কায়েম করে ধরাধামে।
যদি সে ধর্ম কর্ম কোরআন হাদিস অমান্য করে
যদি সে ক্ষমতার দাপট দেখায় খোদার পরে।
যদি পথ খুঁজে নাপায় হেদায়েতের আলোর পথে
যদি সে সন্ধি মিলায় অভিশপ্ত শয়তানের সাথে।
তবে বেঁচে থাকাই বৃথা যদি এজীবন শুদ্ধ না হয়
সেই মরণই অনেক ভালো,যে মরণে ঈমানটা রয়।।