শোনো প্রিয় পুত্রগণ, ইউশা-মুহাম্মদ,
ঐশ্বর্য নয়,বুদ্ধিমত্ত্বাই অমূল্য সম্পদ।
নিঃস্ব তুমি-সর্বহারা,যদি থাকে মূর্খতা,
নিরর্থক ভয় পেয়োনা,সে যে বড় দুর্বলতা।
করোনা বন্ধুত্ব,কৃপন-বোকা-নিন্দুকের সাথে,
মিথ্যার চেয়ে মৃত্যু শ্রেয়,জড়িয়োনা মিথ্যাতে।
মূল্যবান হতে চাও? তবে হৃদয়বান হও,
শত বিপদে দাও,ধৈর্যের মহান পরিচয়।
মনুষত্ব ব্যক্তিত্বহীন, জীবন শুধুই লাঞ্ছনার,
জন্ম তোমার অভিশপ্ত, যদি না হও ঈমানদার।।