তুই যদি মোর বধু হতিস
করতাম সোহাগ প্রাণ ভরে,
শত বিপদ ভয়ের মাঝে
রাখতাম আগলে বুকের ঘরে।
ভালবাসার মুকুট খানি
পরিয়ে দিতাম মাথার পরে।
তুই যদি মোর বধু হতিস
করতাম সোহাগ প্রাণ ভরে।।


তুই যদি মোর বধু হতিস
রচবো স্বর্গ মাটির ঘরে,
দুঃখ যত ধ্বংস করে
সুখ বিলাতাম সবার তরে।
কামনার কারুকাজে
রাঙ্গিয়ে দিতাম অন্তরে ।
তুই যদি মোর বধু হতিস
করতাম সোহাগ প্রাণ ভর।।