সাত পাঁচ
শ্রীপাত্র
কাবুল এখন কবুল
স্বাধীনতা নেই কাজে
জবর দখল হলো এখন
তালিবান এর সাজে।
স্বাধীনতার মাত্রা পেয়ে
যখন বিলাই জ্ঞান
ইতিহাসের চর্চা ছেড়ে
দেখতে পরিণাম।
ভারত কেমন গনতন্ত্রিক
আজব দেশের কথা
পাঠ পড়াতে আসে সবে
সৈরতান্ত্রিক যাদের ব্যথা।
আমার এ দেশ অমৃতভান্ড
দেখুক সারা বিশ্ব
কেমনে হেথা সবাই সমান
বর্ণ হয়নি নিঃস্ব।
কামান দেগে ধমকে যারা
জ্বালায় মোদের দেশ
পরণতি সামনে তাদের
জ্বলেই হবে শেষ।
গর্ব মোদের হৃদয় জুড়ে
অংশীদার হতে
থাকি সবাই একই মতে
ছাই শত্রুর মুখে।
পঁচাত্তোরে পা দিয়ে আজ
কুড়াই শহীদ স্মৃতি
রক্ষা যেন করতে পারি
দাও এ শকতি।
ভারত ভূমি পূণ্যমাটি
আমার মায়ের কোল
বার বার যেন ফিরে ফিরে আসি
মনে জাগে হিল্লোল।।