অচেনা এক শব্দ শুনি
টেলিফোনের ওপার থেকে,
কেমন যেন লুকিয়ে দিলে
যত্ন করে আমায় রেখে!
আস্তে আস্তে ছিন্ন করে,
অন্ধকারকে আলোর বেনু
আমায় অনেকটা জড়িয়ে নিলে;
ঠিক যেন তুমি ফুলের রেণু....
সূচনাটা যেন এইভাবে থাক
শেষের পাতা ভাববো  না আর,
নইলে আবার নেমে আসবে
আলো ছাড়া কেমন অন্ধকার!
মিষ্টি আকাশ ,বৃষ্টি ছোঁয়া
সৃষ্টি আবার নতুন করে;
এক পায়রা অনুভূতি
নেমে এলো আমার ' পরে।
পথচলা একপাহাড়ি ফুটপাথে,
তোমার কাছে-তোমার পাশে
অন্যভাবে হারিয়ে গেলাম তোমায় নিয়ে
ময়দানের ওই কোমল ঘাসে......
ভালোবাসায় মগ্ন যখন ; ঠোঁটের মধ্যে
ঠোঁট ঠেকিয়ে আমায় তুমি বললে তখন...
-' এমন করে ভালোবাসবে?
যাবে না তো আমায় ঠকিয়ে? '
-' নাহ , যাবো না তোমায় ছেড়ে;
হয় তো বা কেউ যদি নেয় পৃথিবী কেড়ে
অল্প টুকু জায়গা দিও স্মৃতির চরণে। '
-' যুদ্ধ দেখেছো? তোমার জন্য করতে পারি...
সময় এলে তোমার জন্য শব্দবিহীন মরতে পারি! '
জীবন যখন সন্ধ্যা বেলা
সময় তখন অনেক এগিয়ে....
বর্তমানের মুহূর্তকে আলোকলিখন বন্দী
করে, বেঁচে থাকবো তোমায় নিয়ে।
বিশ্ব আবার মগ্ন হবে
ভালোবাসা আর ভালোবাসায়....
কেন্দ্রমণি আমরা দুজন ;
পরোয়া করি না কারোর,
বলুক লোকে অন্যভাবে,
অন্য ভাষায়-হোক না একটু অন্য রকম.....