কবিতা !
না ! হে ইতিহাসের পাতায়
খুঁজতে যেও না আমায়
আমি তাতে নেই...
আমাকে খুঁজে পাবে
হাঁটতে হাঁটতে ফুটপাতের মাঝে...
খুঁজে পাবে ক্লান্ত বিকালে,
খুঁজে পাবে কোনো এক নদীর পাড়ে!
আমি শুধু প্রেমিক নই ।
আমি তো প্রেম পূজারী ;
সকলে ভালোবাসে আমায়
সকলে কাঁদে আমায় জড়িয়ে ধরে...
আমিও তাদের জড়িয়ে ধরে কাঁদি;
একদিন কবিতাও কেঁদে ছিল।
শব্দগুলো টগবগ করে ফুটে
চোখ থেকে বেরিয়ে এসে ,
গালের মধ্যে চুমু খেয়ে
চলে গিয়ে ছিলো অচিন পাড়ে!
কিন্তু ব্যর্থ হয়ে অহংকার বোধ
জেগে উঠে ছিলো আমার মনে।
কবিতা আমায় ক্ষমা করো!
আমি যে বাঁধন হারা;
তুমি একা নও, আমার প্রেমিকার
সংখ্যা এখন হাজার- হাজার....
তাই বলি খুঁজতে যেও না আমায়
হয়ত আবার ব্যর্থ হবে...!