আজকে আমি তাকিয়ে দেখি
স্বপ্ন যখন ভাঙ্গার শেষে;
হটাৎ করে তুমি এলে
স্বপ্নে দেখা বদ্ধ দেশে


এ যন্ত্রণা-সে যন্ত্রনা
যন্ত্রে যখন পরিণত
জীবন্ত আমি হয়ে উঠলাম
তুমি যখন অন্তর্গত!


ছোট্টবেলায় স্বপ্নে দেখা
সে রাজ্পরীর বাসায়,
আজকে আমি ভালোবাসি
সে রাজ্পরীর ভালোবাসায়|


হালকা স্পর্শে তোমার পালক
ছুঁলো আমার শরীর জুড়ে
জেগে উঠলাম, আমার
মধ্যে তোমায় ভরে...


আকাশ-বাতাস স্থির হলো,
পরী আমি তোমায় পেলাম
বন্ধুরা সব ভাববে বসে-
কি করে আমি তোমার হলাম!


মাতাল হয়ে পাগলামিতে
এলোমেলো ঘরটি করে;
দুজন মিলে করবো মোরা
নতুন করে, আবার নতুন করে|


বাঁধবো না ঘর গাছের তলায়,
বাঁধবো আমি মেঘের দেশে
যে রাজ্যের রাজকন্যা তুমি,
যেখানে দেখেছি অবশেষে|


ভাববো না আর দুঃখ যত,
ওসব কিছু নেই কো আমার-
ভাবনায় শুধু তুমি এলে,
এখন শুধুই তুমি আমার|


আজকে শুধু ভালোবাসা, এ
রাজ্পরী তোমার জন্য-
আমার জীবনে,
শুধু তুমি অনন্য-শুধুই অনন্য!