কোটি কোটি বছর আগে
পৃথিবী তখন ধ্বংসলীলায়,
তারপর এক শান্ত হয়ে
সৃষ্টির পথে এগিয়ে যায়|
তখন একজন মঙ্গলে;
আর একজন বৃহস্পতি,
তারা তখন পৃথক বিষয়
হয়েছিল কি কোনো ক্ষতি?
এমন সময় পৃথিবী যখন
বিংশ শতকে ক্লান্ত শেষে,
সেই মুহূর্তে একজন জন্ম নিলো
একটি কোণে, পরেরজন তারই পাশে...
ছটফটিয়ে বড়ো হলো
দুটি ফুল গড়ে উঠলো;
হলেও হতো এটাই শেষ
কিন্তু এখান থেকেই শুরু হলো-
দেখা হয়নি কেউকাউকে,
কথা হয়নি কারো সাথে;
একজন যায় একটি দিকে
অন্যজনা অন্য পথে!
একটি জীবন সংগ্রাম চালায়
যুদ্ধ করে অনেক খানি-
আরেকজনের কষ্টে জীবন,
আনন্দ না কি অনেক দামি!
জানতো না যে কেউকাউকে,
হঠাৎ দেখা সাগর দেশে;
একটি-দুটি কথা হলো,
যায়নি তখন মনটা ভেসে....
আস্তে আস্তে চিনলো তারা,
হটাৎ জাগলো ভালোবাসা|
একজন বিষয়টিকে ভাবলো অনেক,
আরেকজনের অনেক আশা!
একটি স্বরে সুর ফুটলো
অন্যজনের ভালো লাগবে...
'অনেক খানি দেরি হয়েছে '
আরেকজনের মন ভাঙ্গবে!
সান্ত্বনা সুরে বলে- ভালোবাসতে
হবে না তুমি শুধু কাছে থেকো|
মাঝে মাঝে সময় পেলে
অল্প অল্প মনে রেখো
ইতিহাসটি শেষ হয়নি
এর আছে অনেক মানে,
আকাশ-পাতাল ভাবার তরী
চলছে এখন বর্তমানে...!