বৃষ্টি পড়ে অঝোর ধারায়
দূর অজানায় মনটা হারায়
কল্পনাতে যাই হারিয়ে আমি।
রিম ঝিম ঝিম বৃষ্টি গানে
কোন যে সুরে মনকে টানে,  
সুরাঙ্গনে গেলাম তবে থামি।  
পথের উপর নূপুর পায়ে
নাচে কে যে শূন্য বায়ে
আমায় ডাকে যেতে পিছু পিছু,
বেজায় বোকা পুরুষ আমি
একটু ধীরে অগ্রগামী
তাঁর ইশারা বুঝছি নাতো কিছু!
বৃষ্টি পড়ে ভেঙ্গে আকাশ  
ছড়িয়ে পড়ে শিলা-বাতাস
হাঁটছে যে সে নূপুর তালে তালে,
বৃষ্টি ভেজা কোমল কায়ায়
টানছে আমায় এ কোন্ মায়ায়?  
বাঁধলো আমায় কোন্ কামনার জালে?  
তার বদনে চেয়ে চেয়ে
উথাল পাতাল যাচ্ছে বয়ে
এ কোন্ হাওয়া এখন আমার বুকে?  
মনের ভিতর উষ্ণ ঝড়ে
নিলো আমায় আপন করে  
ভরিয়ে দিলো এ কোন্ নতুন সুখে?  
আলিঙ্গনে মাতাল হাওয়া
যাচ্ছে বেড়ে আমার চাওয়া
হারিয়ে যাওয়া নতুন ভুবন মাঝে,
হচ্ছে মিলন দুইজনাতে
বৃষ্টি ঝরে দিনে রাতে
গুনগুনিয়ে বিজলীগুলো বাজে।
গগন ভেঙ্গে বৃষ্টি পড়ে
দিচ্ছে যেনো পাগল করে
হয় না যেনো শেষ এমন ক্ষণের,
রেখো আমায় আলিঙ্গনে
মিশে আমার দেহের সনে,
মিলনও হোক তোমার আমার মনের।