যেখানে নেই শিল্পের কদর, সাহিত্যও হয় লাঞ্চিত,  
সৃষ্টির বারতা খোঁজে না কেউ, সৃষ্টির সুর অবাঞ্চিত,  
যেখানে কবি, সাহিত্যিক, শিল্পী, সুর স্রষ্টা, চিত্রকর  
বঞ্চিত, আতঙ্কিত, নিগৃহীত, নির্যাতিত হন জীবনভর,
সেখানে উন্নয়নের বান বয়ে যাক যতো প্রতিটি ঘরে    
আদতে সে ঘরে আঁধারই থাকে মুক্তি-দ্বার বন্ধ করে।    
যদিও আলোর ঝর্ণাধারা ঝরিয়ে দাও সে সমাজময়,  
তবুও সে সমাজের দৃষ্ট সবই অশোভন বৈ কিছু নয়।