চাওয়া পাওয়ার ফারাক অনেক, অপূর্ণ আশা
আহত সে অন্তরের ভিতর ছেয়ে যায় হতাশা।
ক্ষমতাবানের ক্ষমতালোপে আকাশভাঙ্গা ঝড়
হতাশার বেগে ভেঙ্গে দেয় যে প্রতিপত্তির ঘর।  
আকাশে যে বেঁধেছে বাসা ভরলে কালোমেঘে  
হতাশ সে জন কাঁদে শুধু সম্ভিত গেলে জেগে।  
লুণ্ঠিত সুখে যে কাটায় সময় তৃপ্ত আপন মনে
ছিন্নভিন্ন বিযুক্ত সে সুখ বুর্জোয়া জাগার ক্ষণে।  
স্বপ্নের ঘোরে ঘুমন্ত থেকে যে জন খোঁজে সুখ    
ঘুম ভাঙলেই দেখে দুটি চোখে খরস্রোতা দুঃখ।  
হতাশার রাজ্য এমনই ব্যাপক বইছে চতুর্দিকে  
দলিত করে সুখের কুঞ্জ, আশার আলো ফিকে।
মানুষ হয় যদি প্রকৃত জ্ঞানী, স্বভাবে হয় ভালো  
কভু তাঁকে পারে না যে ছুঁতে হতাশারই কালো।