যুদ্ধের মাঠে লড়েনি তবুও যেনো মহান বীর!
কাজ নেই তবু কভু তাকে যায় না দেখা ধীর।
বিদ্যার লেশ নেই তো কিছু তবু পন্ডিত সেরা!
সভ্যতাহীনের সভ্যতা দেখে অক্ষিযুগল টেরা।
অল্প জ্ঞানের তর্জন কতো দেখছি বারে বারে
পক্ষাঘাতের আঁচল ধরে তারাই আগের পারে!  
অজানা অচেনা যতোই থাকুক কথা তবু বেশি,
বিদেশ পানে আত্মা টানে, ভাব যে খাঁটি দেশী!  
আপনার মহল ভরবে ঠেসে, অন্যের ঘর খালি;
নিজের প্রাসাদ স্বর্ণে ভরা, পরের ভিটায় বালি!
এ জগত বড় বিচিত্র বটে! নামে মানুষের বাস;
ভিতরে বাইরে বৈপরীত্য এতো! মহা সর্বনাশ!