উজবুকের উজবুকি অসীম, তবুও সে উজবুক নয়!
বেখেয়ালী খামখেয়ালীপনায় কিভাবে খেয়ালী রয়?  
বেআক্কেলের বেআক্কেলি ভাঙলে সবার শান্তির ঘর
কিভাবে সে আক্কেলি হয়? বোঝাও আমায় বুদ্ধিধর।  
বেলাজ জন লজ্জাকাঁতর! শুনলে পিলে চমকে যায়;
শরম, হায়ার নেই তো ছায়া তবু নামে মানব! হায়!
নামকে যে অসম্মানই করে যতো সব অদ্ভুত কাজে,  
কীভাবে সেই নামে ডাকো তারে, আমি বুঝি না যে।
জ্ঞানী বলে, 'নামে কী হয় বলো? আসলই তো কর্ম;  
নাম হোক তার যথা তথা, সৎকর্মই হোক তার ধর্ম।'  
নাম হোক তবে কর্ম গুণে, কর্ম দিয়েই লড়ি লড়াই;
সুজন ধন্য আপন কর্মে, কুজনে করে নামের বড়াই।