যেখানে বদ্ধ ভাবনা স্বচ্ছন্দে ছড়িয়েছে তার শাখা-প্রশাখা;    
যেখানে সুগ্রথিত প্রথা কখনো হয় নি যে দূরে ঠেলে রাখা;  
যেখানে আঁকড়ে ধরা পুরাতনের সমূলগ্রাসী ছায়া, প্রচ্ছায়া  
ধাবিত এ জনপদে, বিচ্যুত হয় নি তো সে আবহমান মায়া।  
যেখানে স্রোতে গা ভাসিয়ে চলন সবার, ভাবে না যে কেউ
বদ্ধতার তীর ভাঙতে কী করে জাগাবে সে জাগরণের ঢেউ।
যেখানে যাপিত দিনগুলোতেই থমকে গেছে জীবনের গান,
সব কিছু পূর্ব নির্ধারিত ভেবে মানুষের দিন-রাত্রীর অবসান।
অবরুদ্ধ সে মন-মানসিকতায় শুধু হয় মুক্ত চিন্তার সর্বনাশ,
এ সমাজে হয় না কভু বুদ্ধিমান, শক্তিমান মানুষের বসবাস।