যে সময় চলে গেছে তাকে ফিরিয়ে আনবে কে আর?
যে সময় হাতে পেয়েছো এখন করো তার সদ্ব্যবহার।
হারানো সময় হারানোই থাকে, রয়ে যায় তার স্মৃতি;
সেই স্মৃতি বুকে আগলে রেখে গেয়ো না ব্যথার গীতি।    
হৃত সে সময় রেখেছে যে ছাপ তোমার মনের কোণে
নিত্য অবসরে তারে করবে স্মরণ নীরবে আপন মনে।    
অতীতকে যে শুধু ভাবলো অতীত, শিখে না আর কিছু
অসংখ্য বিপদ আর সমূহ আপদ ছুটে যায় তারই পিছু।
সময়ের কাছে যে নেয় না শিক্ষা সেই তো ভোগে ভবে
অসময়ে বসে কাঁদে একা একা, কপালের দোষ তবে!