কী পেলে আর কী পেলে না তারই হিসেব করে
দিন মাস বছর যুগ চলে যায় এমনি ঝরে পরে!  
চাপড়িয়ে ওই কপালটাকে জীবনের শেষ ভাগে
পারবে কি আর ফুল ফোটাতে মৃত কুসুম বাগে?
বসন্তে ফুল ফোটায় যে গাছ দেয় না ফুল শীতে,
গ্রীষ্মের ফল আষাঢ়ে কি আর ফলে যাদুর গীতে?
সময় যাবে, আসবে সময়- এমন যে জন ভাবে
তার বাওয়া নাও দুকূল হারায়, সময়ই না পাবে।  
প্রাপ্ত সময় বিধাতার দান, লাগায় যে জন কাজে
তার জীবনে সুখ-সাফল্যের অভাব থাকে না যে।