অর্থ নেই, বিত্ত নেই, নেই জৌলুস-বিলাসিতা,
নেই প্রাসাদতুল্য ঘর, যায় বলো মানা কি তা?    
আরও নেই সুরম্য বাড়ি, নেই হীরা-পান্না-চুনি,
শরীরে রত্ন-অলঙ্কার নেই, অভাবের কান্না শুনি।
জমি নেই, জমা নেই, নেই ক্ষমতা-সিংহাসনও,
নেই চারিদিকে আশ্বাসবাণী, বিরূপ নিজ মনও।
তবু ভাবি বসে একা, নেই আমার কতো কিছু!
এটা পাবো, ওটা পাবো, ছুটি তাই সবার পিছু।
কভু দেখিনি ভেবে, আমার কাছে কী কী আছে,  
কতোজন নিঃস্ব ভবে, কিছু নেই তাদের কাছে।  
নেই নেই করে ক্লান্ত যেজন, সে তো চরম দুখী;  
যা আছে তাতেই তৃপ্ত যে জন সেইতো মহাসুখী।