ক্ষণে ক্ষণে এই না ভবে জন্মে কতো মানুষ যে!
রঙিন বস্ত্র, কৃত্রিম বরণ, ভূষণে কেউ ফানুস যে।    
দ্বিপদ দ্বিহস্তের দেহ গড়ছে যে আজ মানুষটাকে
পালটে রূপ হতেও পারে অমানুষ সে দুর্বিপাকে।
অসময়ের কঠোর তোপে নতজানু হয় যে মানব,
বোধ খুইয়ে সেই আবার হতে পারে হিংস্র দানব।
পথ ভোলানো দমকা হাওয়ায় হারায় না যে গতি
পথের শেষে সে মানুষই থাকে, হারায় না সুমতি।
জীবন রণের ঝড় বাদলে করে না যে কিঞ্চিৎ ভয়
অসময়েও বদলায় না সে, সর্ব সময় মানুষই রয়।