বাহারি রঙে রাঙাতে তুমি রঙ ছড়ালে প্রতি ঘরে ঘরে,  
সুন্দর ধরণী গঠনের তরে সাজালে তারে সুন্দর করে।  
প্রতি জনপদ সাজের ছোঁয়াতে শুদ্ধ করলে তিলোত্তমা,
নিখুঁত তুলির আলপনায় করলে এই জনপথ নিরুপমা।  
ধুয়ে মুছে দিলে যা ছিলো সমাজের অশুচি অপবিত্রতা,
চিরুনীর মতো আঁচড়ে আঁচড়ে নিপাত করলে অশুদ্ধতা।
পৃথিবীর বুক অপরূপ সাজে সাজাতে ঝরলো অতিঘর্ম,
পরিবর্তন যা তা উপরে কেবল, ভিতরে যে অবশ মর্ম।    
সাজিয়ে গুছিয়ে যতোই করো অপরূপ এই ধরণীটাকে,      
অকেজো আর অসাড় সবই মানবমর্ম যদি অশুদ্ধ থাকে।